ইউপি চেয়ারম্যান অনাস্থার প্রতিবাদের সংবাদ সম্মেলন সাক্ষরের ভুল উপস্থাপন

সুনামগঞ্জের মধ্যনগরে উপজেরার বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃনুর নবী তালুকদারের বিরুদ্ধে আনিত অনাস্থার প্রস্থাব ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।

বুধবার(৭মে)দুপুরে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রুপনগর বাজারে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী তালুকদার একটি লিখিত বক্তব্যে বলেন,’আমি সর্বশেষ অনুষ্টিত ইউপি নির্বাচনে একজন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হই।পর থেকে নিষ্টা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।সম্প্রতি আমার পরিষদের একটিপক্ষ অর্থ ও ক্ষমতা লোভী সদস্য চেয়ারের পালাবদল করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৭সদস্য স্বাক্ষরিত একটি অনাস্থার প্রস্থাব ও মহিষখলা বাজারে মানববন্ধন করে।

অনাস্থার প্রস্থাবে স্বাক্ষরকারী দুয়েকজন অনাস্থার প্রস্থাবে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছন নির্বাহীর কার্যালয়ে।এমনকি ভুল বুঝিয়ে অনাস্থার প্রস্থাবে স্বাক্ষর নেয়া হয়েছে বলে জানান ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মুজিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন তিনি।অনাস্থার প্রস্থাবে স্বাক্ষরকারী ৬ জনের দুই-তিন জন নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখছেন।চক্রটির ভয়ে তারা প্রকাশ্যে মূখ খুলতে পারছেন না। মূলত আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যমূলকভাবে এই চক্রটি কাজ করে যাচ্ছে।

দাখিলকৃত অনাস্থার প্রস্থাবে সম্পুর্ণ অভিযোগ মিত্যা অসত্য বানোয়াট ও ভিত্তিহীন।একজন সংরক্ষিত ইউপি সদস্য পলাতক থাকার উল্লেখ করেছে, ঐইউপি সদস্য নিয়মিয় পারিষদিক কাজ করার পাশাপাশি ইউনিয়ন মাসিক সমন্বয় সভায় নিয়মিত যোগদান করছেন।স্মৃতিসৌধ থেকে অর্থ আত্মসাৎ তাছাড়া বিভিন্ন প্রকল্পে অনিয়ম তুলে ধররেও এসব প্রকল্পের সভাপতি হিসেবে অভিযোগকারী ইউপি সদস্যগণই কাজ সম্পন্ন করেছেন।আমি আপনাদের মাধ্যমে বলতে চাি আমার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে তারা আমার বিরুদ্ধাচার সহ পরোচনা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা সম্পুর্ণ মিত্য বিত্তিহীন ও বানোয়াট।এহেন মিত্যা অপপ্রচার কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সংবাদ সম্মেলনের মাধ্যমে।

ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যাবলী আমি স্বচ্ছতার সাথে নিয়মিত পালন করে যাচ্ছি যাহার সক্ষী আপনার সম্মুখেি অজস্র জনতা।ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ ৩নংওয়ার্ডের ইউপি সদস্য মো.মুজিবুর রহমান,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.হেলাল উদ্দিন,সংরক্ষিত ইউপি সদস্য হোসনে আরা,পারুল আক্তার,রাশিদা খাতুনসহ এলাকার শতাধিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনাস্থার আবেদন পত্রে স্বাক্ষর করা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মজিবুর রহমান স্বাক্ষর করার বিষয়টি অস্বীকার করে বলেন আমাকে অন্য মিটিং দেখিয়ে সাক্ষর নিয়েছে।অনাস্থার বিষয় উল্লেখ করেনি।যা সম্পুর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়ছে আমার সাক্ষর। সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এবিষয়ে উপজেলা নির্বাহীর কাছে লিখিত আবেদনও করেছি।