সিলেটের ওসমানীনগরে তিন চোর এবং চুরি হওয়া ৮ টি মটর সাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (০৬ এপ্রিল ২০২৪ ইং ) বেলা ২ টায় ওসমানীনগর থানায় অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আসাদুজ্জামান পিপিএম এক প্রেস ব্রিপিং – এ সাংবাদিকদের বিষয়টি অবগত করেন।
পুলিশ সুত্রে জানা যায়, মোটর সাইকেল চুর সনাক্তের জন্য বিশেষ অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে গত শুক্রবার আজির তেল পাম্পের পিছনে কিছু চোরাই মোটর সাইকেল বিক্রি হবে। সেখানে অভিযান পরিচালনা করা হলে তিন চোরকে আটক ও ৮ টি মোটর সাইকেল আটক করা হয়। এ সময় সেখানে আরো চোরের উপস্থিতি থাকলেও তারা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ওসমানীনগর থানার কাশিকাপন গ্রামের মৃত রফিজ মিয়ার ছেলে সাকেল আহমদ (২৫), জগন্নাথপুর থানার শ্যামারগায়ের সোলেমানের পুত্র নাসিম আহমদ ও একই উপজেলার শ্যামারগাও বর্তমান ইজগাও গ্রামের আবু সুফিয়ান।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস ব্রিপিং- এ জানান পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম।
সংবাদ শিরোনাম :
ওসমানীনগরে ৩ চোরসহ ৮ টি মটরসাইকেল উদ্ধার
- সংবাদকর্মীর নাম
- প্রকাশের সময় : 11:32:46 am, Saturday, 6 April 2024
- 87
জনপ্রিয় সংবাদ