কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের মার্কাস মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়। মিছিলে ছাত্র-ছাত্রী ছাড়াও একাত্মা প্রকাশ করে অংশ নেন আমজনতা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। মিছিল শেষে স্টেডিয়াম মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সাইদুর রহমান ভূইয়া, যুগ্ন আহবায়ক ওবায়দুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, যুগ্ন আহবায়ক নাজিম আহেমেদ, উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল, সদস্য সচিব মো. ইয়াসিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, সদস্য সচিব মো. শেখ রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ শিক্ষার্থীরা । বক্তারা ছাত্র হত্যাকারী খুনিদের হুঁশিয়ারী দিয়ে বলেন, কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই হত্যার বিচার করতে হবে। এসময় অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবি জানানো হয় আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো ও আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য।