হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
কলেজ ছাত্রী ১৬ বছর বয়সী নাজমুন(ছদ্মনাম) অপহরণ মামলার আসামী জিহাদ(১৭) নামক এক কিশোরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। এবং ভিকটিমকে উদ্ধার করেছে।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নলুয়া নোয়াগাঁও গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ জিহাদ মিয়া(১৭) বিগত ২৯ শে জুন সকালে জগন্নাথপুর পৌর শহরস্থ লার্নিং একাডেমির সামন থেকে রানীগঞ্জ ইউনিয়ন এর ১৬ বছর বয়সী নাজমুন নাহার (ছদ্মনাম) নামক এক কলেজ ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় মেয়ের ভাই তানভীর মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই রফিজুল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ৪ ঠা জুলাই দিবাগত রাতে ঢাকার দক্ষিণখান থানার আশকোনা এলাকা থেকে জিহাদ মিয়া ও নাজমুন নাহার (ছদ্মনাম)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী জিহাদ মিয়াকে ৫ ই জুলাই সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত এর বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন। এবং ভিকটিম এই কলেজ ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিজুল মিয়া গণমাধ্যমকে বলেন, এই কলেজ ছাত্রীর ভাই বাদী হয়ে প্রথমে অপহরণ এর অভিযোগ দায়ের করেন।পরে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করা হলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা থেকে ভিকটিম সহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হলে আদালত এর বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন। এবং ভিকটিম এই ছাত্রীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।