দিরাইয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিরাই পৌর শাখা উদ্যোগে আজ ১৩ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা নুরুদ্দিন আহমদ তিনি বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহ. তিনি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন। ঠিক তেমনি ভাবে প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহ. আজীবন খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে গেছেন। এজন্য আমাদের সবাইকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের বর্তমান মহাসচিব শাইখুল হাদিস ইবনে শায়খুল হাদিস মূর্তির বিরুদ্ধে কথা বলার কারনে বিগত স্বৈর শাসকের রোষানলে পরে মিথ্যা মামলায় তিন বছরের অধিক কারাবরণ করেন। জুলাই-আগস্ট এর ছাত্র জনতার বিপ্লবের কারণে আজ আলেম-ওলামা স্বাধীনভাবে কথা বলতে পারছেন। যারা জুলাই-আগস্টে শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি এবং যারা আহত হেয়েছে তাদের সুস্থতা কামনা করি।
দিরাই পৌরশাখার সভাপতি মাওলানা আসাদ আহমদের সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সিনীয়র সহ সভাপতি শায়খ মাওলানা ওয়ারিস উদ্দিন, জেলা সহ সভাপতি মাওলানা আব্দুল খালিক, উপজেলা সহ সভাপতি মাওলানা এবি এম নোমান, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল হক, উপজেলা যুব মজলিসের দায়ীত্বশিল মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুস্তাফিজুর রহমান রাজু, ছাত্র মজলিস দিরাই উপজেলা দায়ীত্বশিল হাফিজ আফ্ফান আহমদ, মারুফ হাসান প্রমুখ।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।