সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে স্মার্ট বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেটৈর জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রেখা রাণী পাল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমা সুলতানা লাবন্য’র সঞ্চালনায় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সুবাস দাস।
সেমিনার শেষে ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ৷