ছাতকে ১ লক্ষ ৬৮ হাজার পিচ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি সহ ২ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের দক্ষিণ গোদাবাড়ি গ্রামস্থ বালিউরা টু বেতুরা কাঁচারাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে ৪টি মোটর সাইকেলে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া শেখ নাসির উদ্দিন বিড়ি সহ এনামুল হক জাকির ও শানুর আলী নামের দুই জনকে মোটর সাইকেল সহ আটক করা হয়। আরো দুটি মোটর সাইকেল রাস্তায় রেখে দুইজন পালিয়ে যায়। আটক এনামুল কবির দোয়ারাবাজার উপজেলার সানিয়া গ্রামের আব্দুল হকের পুত্র ও আটক শানুর আলী একই উপজেলার নেতরছই গ্রামের সামছু মিয়ার পুত্র। ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে কাঁচা সড়কে চেকপোস্ট বসিয়ে ১ লক্ষ ৬৮ হাজার পিচ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি, ২ চোরাকারবারি ও ৪ মোটর সাইকেল আটক করেন। এ ব্যাপারে এসআই মোঃ সিকান্দর আলী বাদী হয়ে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। অপরদিকে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ছাতক থানার মামলা নং ২৫(৩)২৫'র এজাহার নামীয় আসামী ফয়জুল মিয়া ওরফে ফজলকে গ্রেফতার করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, তিন আসামীেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।