মোঃ আবু বকর ছাতক দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে যৌথ বাহিনীর অভিযানে ১কোটি ৩১লক্ষ টাকা মুল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
পরিবহনে ব্যবহৃত একটি মাঝারি ধরনের কাভার্ড ভ্যান, ষ্টিল বডির ইঞ্জিন চালিত নৌকা, মোটরসাইকেল (এফ জেড ২.৫) জব্দ করা হয়েছে। জব্দকৃত ঔষধের মুল্য ১কোটি ৩০লক্ষ টাকা। এছাড়া ৩টি মোবাইল ফোন, বিস্কুট (ওরিও) ও কসমেটিকস সামগ্রী রয়েছে। ছাতক সেনা ক্যাম্পে দায়িত্বে থাকা মেজর মোঃ জাবির বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকাল ৬ ঘটিকার সময় ছাতক আকিজ প্লাস্টিক কারখানা সংলগ্ন সুরমা নদীর ঘাট থেকে এসব মালামাল উদ্ধার ও জব্দ
করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মঈন উদ্দিন সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে এসময় চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।সাথে সাথে সসেনাবাহিনীর পক্ষ থেকে থানাকে অবগত করেন।
পরে সেনাবাহিনী ও ছাতক থানার যৌথ অভিযান পরিচালিত হয়েছে। জব্দকৃত ঔষধের মুল্য নির্ধারণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ফার্মাসিস্ট রায়হান আতিক। এ ঘটনায় ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উদ্ধারকৃত ভারতীয় পণ্য 'র' বর্ণনা প্রকাশ করেন মেজর মোঃ জাবির। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না, সহকারী কমিশনার (ভুমি) আবু নাসের ও যৌথবাহিনীর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মেজর জাবির বলেন, চোরাচালান রোধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।