মোঃ আবু বকর
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে সেনাবাহিনীতে ভর্তির জন্য উদ্বোদ্বকরণ এবং দালাল চক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে লোক ভর্তির রোধকল্পে সেনাবাহিনীর ক্যাম্প হইতে প্রেষণামূলক ক্লাস পরিচালনা করা হয়েছে।
রবিবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির বিষয় নিয়ে দালাল চক্রের হাত থেকে অর্থের বিনিময়ে লোক ভর্তি রোধকল্পে একটি প্রেশণামূলক ক্লাস অনুষ্ঠিত হয়।
এই ক্লাসের মাধ্যমে উপস্থিত সকল ছাত্র – ছাত্রীগন সেনাবাহিনীতে ভর্তির যোগ্যতা,নির্বাচন পদ্ধতি,ভর্তির ক্ষেত্রে সচ্ছতা বিষয়ে সেনাবাহিনীতে সৈনিক জীবনের আকর্ষণীয় ও বৈচিত্র্যময় নানাবিধ সুযোগ- সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
একই সাথে দালাল চক্রের প্রতারণার মাধ্যমে অর্থের বিনিময়ে লোক ভর্তির ব্যাপারে সচেতনতা ব্যপকভাবে ছড়িয়ে পড়বে।
জানতে চাইলে সেনাবাহিনীর ছাতক সেনা ইউনিটের অধিনায়ক মোঃ আল জাবির আাসিফ,বলেন, আমার পিএস সি,ক্যাম্প কমান্ডার সাথে নিয়ে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার একটি ক্লাস পরিচালনা করেন।
এ-সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আারাফ মোহাম্মদ মোস্তাকিম,এবং বিভিন্ন সেনা সদস্যরা, উৎসাহী ৩০০ জন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ক্লাস শেষে জানতে চাইলে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন বলেন,আজকের এই ক্লাসের দ্বারা সেনাবাহিনীতে ভর্তির মাধ্যমে দেশ ও দেশের মানুষের কল্যানে নিজেকে উৎসর্গ করার বিরল সুযোগ গ্রহণে ছাত্র -ছাত্রীরা অত্যান্ত উৎসাহিত হয়েছেন।