হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
ছাত্রজনতার বাঁধার মূখে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনস্থ " কেয়ার ডায়াগনস্টিক সেন্টার " নামক ব্যবসা প্রতিষ্ঠান এর কার্যক্রম পাঁচ দিনের জন্য বন্ধ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে "কেয়ার ডায়াগনস্টিক সেন্টার " নামক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের দাবীতে ও রাস্ট্রীয় সম্পদ এই ভবন এর মর্যাদা সমুন্নত রাখতে বিগত দুই দিন ধরে জগন্নাথপুর এর ছাত্রজনতা বিভিন্ন কর্মসূচী পালন করে আসছিলেন। এরই পরিপেক্ষিতে জরুরী ভিত্তিতে উপজেলা প্রশাসন এর আয়োজনে ২৪ শে আগষ্ট রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সেনা কর্মকর্তা, ছাত্রজনতা ও কেয়ার ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা কমিটির প্রতিনিধির উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল ) এএসপি শুভাশিষ ধর এর পরিচালনায় জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উপরোক্ত সভায় বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা -পর্যালোচনা শেষে জগন্নাথপুরস্থ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরিফুল ইসলাম উপস্থিত ছাত্রজনতাকে বলেন, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনস্থ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর কার্যক্রম এর ব্যাপারে রাত ৮ ঘটিকার সময় ছাত্রজনতার প্রতিনিধি মামুনুর রশীদ মামুন ও শামসুল ইসলাম জাবিরকে জানাবেন। এরই পরিপেক্ষিতে ২৪ শে আগষ্ট দিবাগত রাত প্রায় সাড়ে আট ঘটিকার সময় জগন্নাথপুর পৌর সভাস্থ সেনা ক্যাম্পে ক্যাপ্টেন আরিফুল ইসলাম, ছাত্রজনতার প্রতিনিধি মামুনুর রশীদ মামুন ও শামসুল ইসলাম জাবির, কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক শ্যামল দেব, দেবাশীষ পাল মকবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান এর উপস্থিতিতে দীর্ঘক্ষণ আলোচনা করে এই "কেয়ার ডায়াগনস্টিক সেন্টার " পাঁচদিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে । তাই এই ব্যবসা প্রতিষ্ঠান এর কার্যক্রম ২৫ শে আগষ্ট থেকে বন্ধ রয়েছে।
এই বিষয়টির সত্যতা নিশ্চিত করে ছাত্রদের প্রতিনিধি শামসুল ইসলাম জাবির বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনস্থ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর কার্যক্রম ৫ দিনের জন্য বন্ধ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাস্ট্রীয় সম্পদ ও বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা সমুন্নত রাখতে আমরা আইনী প্রক্রিয়ায় এই ব্যবসা প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করার চেষ্টা করব।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে " কেয়ার ডায়াগনস্টিক সেন্টার " নামক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার দাবীতে ও রাস্ট্রীয় সম্পদের মর্যাদা বজায় রাখতে ও বীর মুক্তিযোদ্ধাগণের সম্মান সমুন্নত রাখতে জগন্নাথপুর এর ছাত্রজনতা বিগত ২২ শে আগষ্ট সন্ধ্যা রাত থেকে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছিলেন। এরই পরিপেক্ষিতে স্থানীয় প্রশাসন এই ব্যবসা প্রতিষ্ঠান এর কার্যক্রম পাঁচ দিনের জন্য বন্ধ রেখেছেন। এবং সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।