হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী সায়েখুজ্জামান সায়েখ সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর সভাপতি, মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্টাতা সভাপতি, মাস্টার কেরামত আলী ও মুহিবুন্নেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্টাতা ও সভাপতি জগন্নাথপুর উপজেলার বালিকান্দী মোকামপাড়া গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সায়েখুজ্জামান সায়েখ সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তাঁকে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর কোষাধ্যক্ষ নির্বাচিত করায় এই কমিটি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, বিএনপি নেতা আব্দুস ছালাম, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ূন কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল পরান, অন্যতম ফটবলার রুবেল কিবরিয়া, সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এব্যাপারে সায়েখুজ্জামান সায়েখ মুঠোফোনে আলাপকালে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, আমাকে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর কোষাধ্যক্ষ নির্বাচিত করায় কমিটি সংশ্লিষ্ট সকলকে ও যারা কমিটি ও আমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সকলের নিকট আমি চিরকৃতজ্ঞ। আমার উপর অর্পিত দায়িত্ব যেন আমি যথাযথ ভাবে পালন করে যেতে পারি ও জনকল্যাণ মূলক কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে পারি সেজন্যে সকলে দোয়া ও ভালবাসা প্রত্যাশী।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন বিগত ১৬ ই সেপ্টেম্বর রোজ সোমবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডন এর একটি অভিজাত হোটেলের হলরুমে এই সংগঠন এর ভারপ্রাপ্ত সভাপতি আহবাব মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সানাওয়ার আলীর সঞ্চালনায় সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন পর্ব শেষে আবুল লেইছ মিয়াকে সভাপতি, কামরুজ্জামান চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি, সানাওয়ার আলীকে সাধারন সম্পাদক ও সায়েখুজ্জামান সায়েখকে কোষাধ্যক্ষ করে ৬৩ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে