হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরের সীমান্তবর্তী মন্ডলপুর গ্রাম এলাকায় ধান ভাঙ্গার গাড়ীর ধ্বাক্কায় তাওহীদ(৯) নামক এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ঘাতক গাড়ী চালক আটক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, ৮ ই সেপ্টেম্বর সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক উপজেলার সীমান্তবর্তী ছাতক উপজেলাধীন কেওয়ালীপাড়া গ্রাম নিবাসী আলী হোসেন এর ছেলে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তাওহীদ হোসেন (৯) স্কুলে যাওয়ার পথে সকাল ৯ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী ছাতক উপজেলার মন্ডলপুর গ্রাম এলাকায় পৌছা মাত্রই ধান ভাঙ্গার গাড়ী তাকে ধ্বাক্কা দিলে শিশু তাওহীদ হোসেন (৯) মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। তৎক্ষনাৎ এই গাড়ী চালক কিশোর রোমেন মিয়া (২৫) শিশু তাওহীদ হোসেন (৯)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিশুর আত্বীয় স্বজন হাসপাতালে আসেন এবং জগন্নাথপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেহেতু ঘটনাটি ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ ফাঁড়ি এলাকায় তাই আটক গাড়ী চালককে সেখানে হস্তান্তর করা হবে।