হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
জগন্নাথপুরে নদী থেকে প্রায় ৩০/৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, বিগত ৩ রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যা রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখালী নদীর চন্ডিঢহর খেয়াঘাট এলাকায় স্থানীয়রা নদীর পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই সহ একদল পুলিশ রাত ১১ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন এর সহায়তায় এই লাশ উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রাখেন। এবং ৪ ঠা সেপ্টেম্বর রোজ বুধবার সিলেট পিবিআই থেকে আসা একদল বিশেষজ্ঞ প্রতিনিধির মাধ্যমে লাশের আলামত সংগ্রহ শেষে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে থানা পুলিশ।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, এই ব্যক্তির( উদ্ধারকৃত লাশ) বয়স ৩০/৩৫ বছর হবে। মরদেহ থেকে প্রায় মাংস ঝড়ে পড়েছে। প্রাথমিকভাবে তাঁকে চেনার উপায় নেই। সিলেট পিবিআই থেকে আসা বিশেষজ্ঞ প্রতিনিধি দলের মাধ্যমে আলামত সংগ্রহ করে লাশটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, লাশের পড়নে জিন্সের প্যান্ট ও গেঞ্জি অর্থাৎ টি শার্ট রয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হবে।