জগন্নাথপুরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক চাষীদের মধ্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর পরিচালনায় সরকারি ভাবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন সুনামগঞ্জ – ৩ আসন এর সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন লালন,
মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। বীজ ও রাসায়নিক সার বিতরণ সম্পর্কে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা একান্ত আলাপকালে আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, সরকারি ভাবে বিনামূল্যে দরিদ্র ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ২৬০০ কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ১০ কেজি করে এমওপি এবং ১০ কেজি করে ডিওপি সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ ১ শত জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ক্রমান্বয়ে সার ও বীজ দেওয়া বিতরণ সম্পন্ন করা হবে ।