হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আকুল (৪৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও গুলির ঘটনার মামলায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১০ ই অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রাম নিবাসী মৃত আপ্তর আলীর ছেলে উপজেলার মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আকুল মিয়া(৪৫)কে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছেন। তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন,সুনামগঞ্জ সদর মডেল থানার হামলার মামলায় জড়িত থাকার সন্দেহে আকুল মিয়া(৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।