হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে কুশিয়ারা নদীর তীরবর্তী শতাধিক বসতবাড়ী পানিতে প্লাবিত হয়ে পড়েছে। কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।
ভারী বর্ষন আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ী ঢলের পানিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় বেড়িবাঁধ এর বাইরে থাকা পাইলগাঁও, রানীগঞ্জ ও আশারকান্দী ইউনিয়ন এর শতাধিক বসতবাড়ী পানিতে প্লাবিত হয়ে পড়েছে। উপজেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ৬ ই জুন রোজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কুশিয়ারা নদীর তীরবর্তী দক্ষিণপাড়স্থ পুরাতন আলাগদি বেড়িবাঁধ ভেঙে অত্র ইউনিয়ন এর আলীপুর, গোতগাঁও, খানপুর, জালালপুর, কদমতলা ও মশাজান সহ বেশ কয়েকটি গ্রামে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করেছে। রাতে বৃষ্টিপাত হলে ঘর-বাড়ীতে উঠে পড়বে বলে স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় আল-আমীন ও রাসেল সহ একাধিক ব্যক্তি জানান, হঠাৎ করে বেড়িবাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে প্রবল বেগে প্রবেশ করছে। এতে নীচু এলাকার ঘর-বাড়ী ও রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে।
এবিষয়ে পাইলগাঁও ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মুঠোফোনে আলাপকালে গণমাধ্যমকে বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। এবং উপজেলা পরিষদ এর সাথে যোগাযোগ করেছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পানির প্রবল বেগের জন্য ভাঙ্গন স্থানে এখন আর বাঁধ দেওয়া সম্ভব হবেনা।