হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ট্রান্সফরমার চুরির মামলার আসামী হোসেন (২৯) ও আসাদুজ্জামান (২০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ৭ ই জুন বিকাল প্রায় ৫ টা ৩০ মিনিটের সময় জগন্নাথপুর উপজেলার কুবাজপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রাম নিবাসী মোঃ তরমুজ মিয়া'র ছেলে ট্রান্সফরমার চুরির মামলার আসামী মোঃ হোসেন মিয়া(২৯) ও একই গ্রাম নিবাসী সাফর আলীর ছেলে ট্রান্সফরমার চুরির মামলার আসামী মোঃ আসাদুজ্জামান (২০) কে গ্রেপ্তার করেন ( জগন্নাথপুর থানার এফআইআর নং-০৭, তারিখ -১১/১২/২০২৩ ইং, জিআর নং-১৩৪,তারিখ -১১/১২/২০২৩ ইং ধারা-৩৭৯ পেনাল কোড,১৮৬০)। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ৮ ই জুন যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরন করেছেন।