হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য তিনটি ডাকাতি মামলার পলাতক আসামী এনাম (৩৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোহাম্মদ শামছুল আরেফিন তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ২৪ শে সেপ্টেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রাম নিবাসী আব্দুস সালাম এর ছেলে জিআর নং-৪৯/০৮/( বিয়ানীবাজার), জিআর - ২৬৬/০৮ (দক্ষিণ সুরমা), ধারা-৩৯৫/৩৯৭, জিআর-১৮/১৮ (ফেন্সুগঞ্জ), ধারা-৩৯৫/৩৯৭/৪১২ এর পলাতক আসামী এনামুল হক এনাম (৩৩) কে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত এই আসামীকে ২৫ শে সেপ্টেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন আদালতের বিজ্ঞ বিচারক।