সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশ এর অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যাবসয়াীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এর এসআই অলক দাস এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ১৩ ই মে রোজ সোমবার দিবাগত রাত পৌনে ১০ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রাম নিবাসী মৃত মোঃ তোতা মিয়া’র ছেলে মাদক ব্যবসায়ী জুয়েল আহমদ ওরফে শিশু মিয়া(২৯) ও ইকড়ছই গ্রাম নিবাসী মৃত মোঃ তরফ উল্ল্যা ভূঁইয়ার ছেলে মাদক ব্যবসায়ী আরমান ভূঁইয়া(২৪)কে নিজ বসত ঘর থেকে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত আসামীদ্বয়র নিকট থেকে ৭০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যাথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৪ ই মে রোজ মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরন করেছেন।