দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বালিকান্দী আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা শাখার পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন বালিকান্দী আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা শাখা দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ৬ ই এপ্রিল রোজ শুক্রবার অত্র মাদ্রাসার হলরুমে কলকলিয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও আটপাড়া উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ কবির উদ্দিন এর পরিচালনায় পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রিয়জন ফাউন্ডেশনের সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রিয়জন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ শফিক মিয়া, বালিকান্দী আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা শাখা দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের প্রধান ক্বারী মাওলানা নূর আহমদ, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কেন্দ্র দি এইডেড হাইস্কুল সিলেট শাখা কেন্দ্রের প্রধান ক্বারী, বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল মতলিব, বালিকান্দী আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহসুপার জমির আহমদ, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বালিকান্দী আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা শাখার নাজিম শুকুর আলী, সহ -নাজিম ফয়জুল আহমদ, মাওলানা মোঃ শায়েখ আহমেদ, ক্বারী আনোয়ার হোসেন ও তরুণ সমাজ সেবক জহিরুল ইসলাম লেবু প্রমূখ।
মোঃ আরিফুল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বালিকান্দী নতুন পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ চৌধুরী।
পরিশেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরুষ্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রিয়জন ফাউন্ডেশনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী খায়রুল ইসলাম এর অর্থায়নে শিক্ষার্থীদের হাতে ইফতার তুলে দেওয়া হয়েছে।