হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জাকির(৪০) ও নিশা রানী(৩২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই শামছুল আরেফীন ও এসআই ইসমাইল মিয়া গতকাল ১৬ ই অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের বলবল গ্রাম নিবাসী হাফিজুর রহমান এর ছেলে জিআর-১২/২৪(জগঃ) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জাকির হোসেন (৪০) ও জগন্নাথপুর উপজেলার সাধু সাধক গ্রাম নিবাসী মৃত মাখন লাল দের স্ত্রী সিআর-৪৯৬/২৪ মালার পলাতক আসামী নিশা রানী দেকে গ্রেপ্তার করেছেন।গ্রেফপ্তারকৃত আসামীদ্বয়কে ১৭ ই অক্টোবর রোজ বৃহস্পতিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।