হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে ছয় বছর বয়সী শিশু মারজান এর মরদেহ নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তেলিকোনা গ্রাম নিবাসী ছত্তার মিয়ার শিশু ছেলে মারজান মিয়া(৬) বিগত ২৩ শে সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল প্রায় আড়াই ঘটিকার সময় নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ২৪ শে সেপ্টেম্বর সকাল প্রায় ৮ ঘটিকার সময় বাড়ীর পার্শ্ববর্তী ডাউকা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন এবং কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবার নিকট লাশ হস্তান্তর করেন। পরে পারিবারিক কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়েছে।
এব্যাপারে জগন্নাথপুর থানার এসআই কাওছার মাহমুদ তোরণ আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই এই শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।