হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে পর্নোগ্রাফি মামলার আসামী শাব্বির (৩১) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১৫ ই জুন রোজ শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (দক্ষিণ পাড়া) নিবাসী রহমত আলীর ছেলে পর্নোগ্রাফি ও অর্থ আত্মসাৎ মামলার আসামী সাব্বির আহমদ (৩১) কে গ্রেপ্তার করে থানা পুলিশ। তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ.।আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।