হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে পলাতক আসামী মিসবাহ (৩৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ২৫ শে মে দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শাহারপাড়া (মনিহারা) গ্রাম নিবাসী ক্বারী জিলু মিয়া ওরফে জিল্লুর রহমান কামালীর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মিসবাহ মিয়া কামালী(৩৮) কে গ্রেপ্তার করেন (জিআর মামলা নং -৪৪৮/২২)। গ্রেপ্তারকৃত আসামীকে ২৬ শে মে রোজ রবিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন।