হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মুমিন (৫৩), মোশাহিন(২০) ও হিরন (৪৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার এস আই সজীব মিয়া, এস আই মোঃলুৎফুর রহমান ও এস আই শাহীন মিয়া সহ একদল পুলিশ ৮ ই নভেম্বর দিবাগত-রাত প্রায় ৩ টা ৩০ মিনিটের সময় বিশেষ অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার ছোট শেওড়া গ্রাম নিবাসী মৃত আঃ মন্নান এর ছেলে মোঃ আঃ মুমিন (৫৩), মিরাজ মিয়ার ছেলে মোশাহিন মিয়া(২০) ও মৃত আঃ মন্নান এর ছেলে হিরন মিয়া(৪৬) কে গ্রেপ্তার করেছেন( জিআর-১১২/২০২৪ ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২)পেনাল কোড)। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৯ ই নভেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
এবিষয় এর সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ।