হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর ঘনঘন লোডশেডিং এর ফলে জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়েছেন। স্কুল – কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের লেখা-পড়া সহ অফিসিয়াল কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশা-পাশি ব্যবসা বানিজ্যে ধ্বস নেমেছে। এমনকি ফ্রিজে রাখা মাছ মাংস নষ্ট হয়ে যাচ্ছে।
সুনামগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জগন্নাথপুর উপজেলার সর্বত্র দুই দিন ধরে ২৪ ঘন্টার মধ্যে গড়ে ৪/৫ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বাদবাকী সময় লোডশেডিং চলছে। মোবাইল ফোনের মিসড কলের মতো আর আকাশের বিজলীর মতো বিদ্যুৎ এর ভেলকিবাজি চলছে। দিনের বেলায় অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় অফিসিয়াল কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশা-পাশি উপজেলা সদর জগন্নাথপুর বাজার সহ উপজেলার সবকটি হাট-বাজারে ব্যবসা – বানিজ্যে মারাত্মক ব্যাঘাত ঘটছে।এমনকি ফ্রিজে রাখা মাছ মাংস নষ্ট হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকার কষ্ট ফেসবুক ছাড়া “কাউকে বলতেও পারছেননা সইতেও পারছেননা” যাকে বলে অন্তর জ্বালা।
এ ব্যাপারে স্থানীয়রা তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, বিদ্যুৎ এর লোডশেডিং এর ফলে সকল প্রকার কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। বিগত তিন/চারদিন ২৪ ঘন্টার মধ্যে গড়ে ২/৩ ঘন্টা বিদ্যুৎ এর সাথে মোলাকাত হচ্ছে। বাদবাকী সময় মোমবাতি, চার্জারলাইট ও জেনারেটর নির্ভরশীল হয়ে পড়েছি। শিক্ষার্থীদের লেখা-পড়া বিঘ্নিত হচ্ছে। এবং ফ্রিজে রাখা মাছ মাংস নষ্ট হয়ে পড়ছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।