হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রিত সহ বন্যার্ত তিন শত পরিবারের মধ্যে মাহিমা রেস্টুরেন্ট কর্তৃক রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে অবস্থিত মাহিমা রেস্টুরেন্ট কর্তৃক ও অত্র প্রতিষ্ঠান এর অর্থায়নে চলতি বন্যায় জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ও জগন্নাথপুর পৌর শহরের জিলু মিয়ার বিল্ডিংয়ে আশ্রিত সহ ৩ শত টি বন্যার্ত পরিবারের মাঝে ২০ শে জুন ৩ শত প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছেন মাহিমা রেস্টুরেন্ট এর পরিচালক মোঃ মকবুল হোসেন ভূ্ঁইয়া। এসময় এই রেস্টুরেন্টে কর্মরত লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ১৬ ই জুন দিবাগত রাত থেকে প্রবল বর্ষন আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ী ঢলের পানিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কয়েক লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। রাস্তা -ঘাট পানির নীচে তলিয়ে যাওয়ার পাশাপাশি বসত বাড়ীতে পানি উঠে পড়েছে। যার ফলশ্রুতিতে ইতিমধ্যে প্রায় ৬/৭ শতাধিক পরিবার এর লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছেন। আরো অনেকে আশ্রয় কেন্দ্রে ছুটছেন। এদিকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম সার্বক্ষণিক বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে বন্যার্ত মানুষের খোঁজ খবর নিচ্ছেন। এবং বন্যার্তদের মধ্যে সরকারি ত্রাণ সামগ্রী বিতরন করছেন।