হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে কুশিয়ারা নদীর তীরবর্তী বেড়িবাঁধ ভেঙে পানি গ্রামাঞ্চলে প্রবেশ করছে। এলাকাবাসী বন্যা আতংকে আতংকিত হয়ে পড়েছেন।
ভারী বর্ষন আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ী ঢলের পানিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় বেড়িবাঁধ এর বাইরে থাকা পাইলগাঁও, রানীগঞ্জ ও আশারকান্দী ইউনিয়ন এর অর্ধশতাধিক বসতবাড়ী পানিতে প্লাবিত হয়ে পড়েছে। ২০ শে আগষ্ট দিবাগত রাত থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কুশিয়ারা নদীর তীরবর্তী দক্ষিণপাড়স্থ পুরাতন আলাগদি বেড়িবাঁধ ও একই ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ভাঙাবাড়ী বেড়িবাঁধ উপচে অত্র ইউনিয়ন এর আলীপুর, গোতগাঁও, খানপুর, জালালপুর, কদমতলা ও মশাজান সহ বেশ কয়েকটি গ্রামে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করেছে। রাতে বৃষ্টিপাত হলে ঘর-বাড়ীতে উঠে পড়বে বলে স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় আল-আমীন ও রাসেল সহ একাধিক ব্যক্তি জানান, গেল বন্যার পর ভেঙে যাওয়া আলাগদি বেড়িবাঁধ গ্রামীণ জনসাধারণের নিজস্ব অর্থায়নে মেরামত করা হয়েছিল। গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টিপাত আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ী ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে হঠাৎ করে এই বেড়িবাঁধ ও ৮ নং বেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে প্রবল বেগে প্রবেশ করছে। এতে নীচু এলাকার ঘর-বাড়ী ও রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে।