হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন এর হত-দরিদ্র ১৮ শত ২০ জন মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বিশ্ব মুসলিম উম্মাহ’র ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হত-দরিদ্র, দিনমজুর, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায় দেওয়ার লক্ষে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ এর চাল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া ১৫ ই জুন রোজ শনিবার পরিষদ প্রাঙ্গণে সুবিধাভোগী মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল করে ১৮ শত ২০ জনের মধ্যে বিতরণ করেছেন।
এই চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম, মেম্বার মোঃ মসিক আহমদ,মেম্বার মোঃ আজিজুল হক, মেম্বার মোঃ জসীম উদ্দিন মিন্টু, মেম্বার মোঃ মাহবুবুল হাসান মোহন, মেম্বার মোঃ কামরুজ্জামান, মেম্বার মোঃ সাদিক আলম, মেম্বার মোঃ ছালিক মিয়া, মহিলা মেম্বার স্বপ্না রানী, হুসনারা বেগম রিসনারা, মহিলা সদস্য স্বপ্না রানী, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, ডিজিটাল উদ্যোক্ততা হাসানুজ্জামান আলীনুর, ফুজায়েল আহমদ প্রমূখ গ্রাম পুলিশ বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ।