জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে মাদকাসক্ত আলী হোসেন (২৪) ও হাসনাত(৩২) নামক দুই জনকে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে ৭ দিনের জেল দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘিপুড়া গ্রাম নিবাসী আব্দুল হাসিম এর ছেলে কলকলিয়া ইউনিয়ন ভূমি অফিস এর ঝাড়ুদার আবুল হাসনাত (৩২) ও একই উপজেলার কলকলিয়া গ্রাম নিবাসী মৃত মানিক মিয়ার ছেলে আলী হোসেন ৯ ই সেপ্টেম্বর দিবাগত-রাত প্রায় ৮ ঘটিকার সময় উপজেলার সনুয়াখাই গ্রামের একটি বাড়ীতে বসে মদ্যপান করছিল। এমতাবস্থায় স্থানীয় শিক্ষার্থীরা এই দুই জনকে আটকে করে প্রশাসনে খবর দেয়। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ এর নেতৃত্বে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান, এসআই শাহীন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আবুল হাসনাত ও আলী হোসেনকে আটক করার পাশা-পাশি তৎক্ষনাৎ ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে উভয়কে ৭ দিন করে জেল সাজা প্রদান করেছেন। আসামীদ্বয়কে ১০ ই সেপ্টেম্বর সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।