হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
শেখ হাসিনা এবং এম এ মান্নান সহ তাদের দোসরদের আইনের আওতায় দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে জগন্নাথপুরে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে রাজধানী শহর ঢাকা সহ সারা দেশের ন্যায় সুনামগঞ্জে শিক্ষার্থীদের উপর গুলি, গণহত্যা ও হামলা মামলার আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রদল , জগন্নাথপুর পৌর ছাত্রদল ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ২৩ শে সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় এক বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের হবিবনগরস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির এর পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন।
এসময় সহস্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।