জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি প্রবীণ সাংবাদিক শংকর রায়(৬৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেছেন। তাঁর শেষকৃত্য নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। তাঁহার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর নিবাসী দৈনিক মানবজমিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি প্রবীণ সাংবাদিক শংকর রায় ২২ শে এপ্রিল রোজ সোমবার দিবাগত রাত সাড় তিন ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত এই সাংবাদিক এর শেষকৃত্যু ২৩ শে এপ্রিল রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় নিজ গ্রামের শ্মশান ঘাটে সম্পন্ন হয়েছে।
প্রবীণ এই সাংবাদিক এর মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান, জগন্নাথপুর উপজেলা পরিষদ, জগন্নাথপুর উপজেলা প্রশাসন, জগন্নাথপুর থানা প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করার পাশা-পাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করা হয়েছে।