হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে স্কুল ছাত্রী অপহরণ ও নির্যাতন মামলার আসামী কাউছার (১৭) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সজিব এর নেতৃত্বে একদল পুলিশ ৫ ই সেপ্টেম্বর দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পাটলী চক গ্রাম নিবাসী শামীম মিয়ার ছেলে স্কুল পড়ুয়া ৮ম শ্রেণীর ছাত্রী তুফা (ছদ্মনাম) অপহরণ ও নির্যাতন মামলার আসামী কাউছার আহমদ(১৭) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে ৫ ই সেপ্টেম্বর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।