হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে খালিছ(১৯) নামক এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এই শিক্ষার্থী পিতা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুর সেরা গ্রাম নিবাসী বাবুল মিয়ার ছেলে ছাতক উপজেলাধীন ভূরাইয়া এম এম কামিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী মোঃ খালিছ মিয়া(১৯) বিগত ২৭ শে জুলাই মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিজ বাড়ী থেকে বের হয়। কিন্ত এর পরদিন পরিবারের লোকজন জানতে পারেন সে মাদ্রাসায় যায়নি। এমন সংবাদের ভিত্তিতে মাদ্রাসা ও আত্বীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নিখোঁজ এই শিক্ষার্থীর পিতা বাবুল মিয়া জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত ২২ দিন ধরে শিক্ষার্থী মোঃ খালিছ মিয়া (১৯) নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে নিখোঁজ শিক্ষার্থী খালিছ মিয়ার পিতা বাবুল মিয়া গণমাধ্যমকে বলেন, বিগত ২৭ শে জুলাই সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয় খালিছ মিয়া। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে থানায় জিডি করেছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিখোঁজ শিক্ষার্থী খালিছ মিয়ার পিতা থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ এই শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে।