জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী জনসাধারণ এর উপস্থিতিে উঠান বৈঠক, বিভিন্ন জাতের সবজি বীজ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০২৩-২০২৪ অর্থ বছরের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে উপজেলার মোকামপাড়াস্থ আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবার এর লোকজনদের উপস্থিতিতে ২৮ শে মে রোজ মঙ্গলবার বিকাল সাড়েচার ঘটিকার সময় মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিকুজ্জামান এর সভাপতিত্বে বসতবাড়ীতে নিরাপদ সবজি উৎপাদন সম্পর্কিত উঠান বৈঠক, বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, মোঃ আব্দুল বারীক, আইনুল হক, ফয়জুল হক, শিলা রানী নাথ, ফাহমিদা বেগম, সেবা রানী দাস ও শিল্পী রানী ধর প্রমূখ।
বক্তব্য পর্ব শেষ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফজলুর রহমান আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ২১ জন নারী-পুরুষ এর মধ্যে লেবু, পেয়ারা গাছের চারা, বিভিন্ন জাতের সবজি বীজ ও প্লেইট বিতরণ করেছেন।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।