হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অত্র উপজেলায় কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় উপলক্ষে ২৮ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোঃ জয়নাল হোসেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিক্ষাবিদ মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা আফজল হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর শাখার সভাপতি মাওলানা মসরুর আহমদ কাশেমী,জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা কাওছার আহমদ তালুকদার।
এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও দুপুরে জগন্নাথপুর উপজেলা ভূমি অফিস, জগন্নাথপুর থান, জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ, কলকলিয়া ইউনিয়ন ভূমি অফিস,পাড়ারগাঁও কমিউনিউটি ক্লিনিক ও আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মোস্তাফিজুর রহমান ইমন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ, ওসি (তদন্ত) জয়নাল হোসেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন ভূমি অফিস এর তহশিলদার নাজমুল হুদা খান, আঃ কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাহিদ হোসেন ও পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি আবু তাহের মোমেন প্রমূখ।