হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
পাগলা-জগন্নাথপুর - রানীগঞ্জ -আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে বাস দুর্ঘটনায় মহিলা সহ প্রায় ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকাস্থ বাসস্ট্যান্ড থেকে ২৯ শে মে রোজ বুধবার সকাল ৯ ঘটিকার সময় ছেড়ে যাওয়া দ্রুত গতিতে সুনামগঞ্জগামী রিয়াদ এন্ড আদিবা এন্টারপ্রাইজ ( গাড়ীর নাম্বার - ঢাকা -মেট্রো-ব-১১-৭৩৪৪) নামক যাত্রীবাহী বাস সকাল প্রায় ৯ টা ৫৫ মিনিটের সময় পাগলা -জগন্নাথপুর -রানীগঞ্জ -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশের যোগলনগর পয়েন্ট এর প্রায় ৫০ গজ দক্ষিণ পার্শ্বে পৌঁছা মাত্রই এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে চালক ও মহিলা সহ প্রায় ৮ জন আহত হয়েছেন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে কারো অবস্থা তেমন গুরুতর নয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।