হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর পৌর সভার নিজস্ব তহবিল থেকে বন্যা দুর্গত ১৭৬ টি পরিবার এর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার নিজস্ব তহবিল থেকে বন্যা দুর্গত পরিবারকে সহায়তা করার লক্ষে ২৪ শে জুন রোজ সোমবার পৌর এলাকার হবিবনগর হাফিজিয়া মাদ্রাসা,জিলু মিয়ার বিল্ডিং, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজ, হবিবনগর সিদ্দিক আহমেদ প্রাথমিক বিদ্যালয়, অগ্রযাত্রা কিন্টার গার্টেন, ইকড়ছই আলিয়া মাদ্রাসা, হযরত বেলাল রাঃ মাদ্রাসা ও ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত ১শত ৭৬টি বন্যাদুর্গত পরিবার এর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জগন্নাথপুর পৌর সভার জননন্দিত মেয়র আলহাজ্ব আক্তারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর সভার ০৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর পৌর সভার সহকারী প্রকৌশলী মোঃ হেলাল আবেদীন, কার্যসহকারী পুলক রায় ও জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা কমলা কান্ত শর্মা প্রমূখ সহ সুবিধাভোগী বন্যার্ত জনসাধারণ।
এবিষয়ে জগন্নাথপুর পৌর সভার মেয়র আলহাজ্ব আক্তারুজ্জামান দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন,বন্যা সম্পর্কে আমরা সতর্ক আছি। সার্বক্ষণিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে মানুষের খোঁজ খবর নিচ্ছি। বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা পানি কমেছে। আশ্রিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং বিতরণ কার্যক্রম চলছে। আপাতত আমরা ৭ শত বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছি।