হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুন্নাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনার একটি মামলায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র ও জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফরোজ ইসলাম মুন্নাকে ২ রা অক্টোবর রোজ বুধবার দিবাগত রাত প্রায় ৯ ঘটিকার জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে গ্রেপ্তার করে করে জগন্নাথপুর থানা পুলিশ। তাকে রাতেই সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এবং ৩ রা অক্টোবর রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় সাফরোজ ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করে এই থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, আসামী সাফরোজ ইসলাম মুন্নাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বিগত ৪ ঠা আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলা ও গুলির ঘটনায় আহত দোয়ারাবাজার উপজেলার এরোখাই গ্রাম নিবাসী নাজির আহমদ এর ছেলে জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান সহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনকে আসামী করে বিগত ২ রা সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট নির্জন কুমার মিত্র’র আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জেল হাজতে রয়েছেন।