মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ ফরিদুল ইসলাম (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলির
নুর ইসলাম ছেলে। থানা সুত্র জানায়, শুক্রবার থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম গোলমূন্ডা এলাকায় সড়কে তার চলন্ত গাড়ী থামিয়ে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়েছে। ফেন্সিডিল বহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(খ)/১৪(খ) রুজু করা হয়। জলঢাকা থানায় মামলা নং ২৫।