নিজস্ব প্রতিবেদক:
খনিজ বালি পাথরসমৃদ্ধ সীমান্ত নদী জাদুকাটায় বালি মহালের নামে পরিবেশ ধ্বংসী ড্রেজার মেশিনে বালি পাথর উত্তোলন বন্ধকরণ রয়্যালিটি, নৌকাঘাটের নামে বেপরোয়া চাঁদাবাজি বন্ধ ও সেতু রক্ষার দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুরের তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাহিরপুর উপজেলার শাখার আয়োজনে খনিজ বালি পাথরসমৃদ্ধ সীমান্ত নদী জাদুকাটায় বালি মহালের নামে পরিবেশ ধ্বংসী ড্রেজার মেশিনে বালি পাথর উত্তোলন বন্ধকরণ, নদীর তীর কাটা বন্ধকরণ, শর্তের ব্যত্যয় ঘটিয়ে খনিজ বালি পাথর উত্তোলনের দায়ে বালু মহালের ইজারা বাতিল,অতিরিক্ত হারে রয়্যালিটি, নৌকাঘাটের নামে ঘাগড়া, ফাজিলপুর ঘাটে টোল আদায়ের আড়ালে বেপরোয়া চাঁদাবাজি বন্ধকরণ ও তাহিরপুর সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচলের একমাত্র ভরসা আনোয়ারপুর সেতু রক্ষার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল উপদেষ্টাদের প্রতি আহবান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওই সমাবেশ বক্তারা বক্তব্য রাখেন।
ছাত্র-জনতার সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সমাবেশে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, ফেরদৌস আলম, মেহেদী হাসান উজ্জ্বল ও সাখাওয়াত হুসেন প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন- আজিজুর রহমান কাউছার, আবুল হাসনাত রাহুল, জাহিদ আল সুজন, মাজহারুল ইসলাম নবাব, আনিসুর রহমান সাকিব, মানিক মিয়া ও আবু সাইদ প্রমুখ।
সমাবেশে বালি পাথর ব্যবসায়ী, নৌযান শ্রমিক, সাধারণ শ্রমিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষজন উপস্থিত ছিলেন।