জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। বাংলাদেশে যে কয়টি আন্তর্জাতিক ভেন্যু রয়েছে, এর মধ্যে সবচেয়ে স্পোর্টিং উইকেটের দেখা মেলে সেখানে। জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সও এমন উইকেটের জন্যই মুখিয়ে রয়েছেন।
সাধারণত বাংলাদেশে বিদেশি কোন দল এলে মিরপুরে স্পিনদুর্গ বানিয়ে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের কোনোটিই মিরপুরে নয়, একটি সিলেট আর অন্যটি চট্টগ্রামে। এদিকে বাংলাদেশের হেড কোচ সিমন্স মনে করছেন, জিম্বাবুয়েকে ঘায়েল করার জন্য বিশেষভাবে স্পিনিং উইকেট তৈরির কোনো প্রয়োজন নেই।
ভালো উইকেটের চাওয়া ব্যক্ত করে সিমন্স বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হলো ভালো উইকেট বানানো এবং টেস্ট দলকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সেভাবেই খেলার চেষ্টা করা। আমার মনে হয় না জিম্বাবুয়ের জন্য আমাদের স্পিনবান্ধব উইকেট বানানোর প্রয়োজন আছে। আমরা ভালো উইকেটে খেলেই ম্যাচ জিততে চাই।’
তিনি আরও জানান, ‘উইকেট দেখে তার শক্ত এবং ভালো মনে হয়েছে এবং স্পিন বা পেস নির্দিষ্ট উইকেট নিয়ে কোনো আলোচনা হয়নি।’
উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি লাক্কাতুরা চা বাগান ঘেরা সিলেটে। ২০ এপ্রিল শুরু হবে এই টেস্ট। পরের ম্যাচটি ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।