হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব মুসলিম এর ধর্মীয় প্রধান উৎসব পবিত্র ঈদুল আযহা'র জামাত জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।
ঝড়-বৃষ্টি আর বজ্রপাত এর গর্জন উপেক্ষা করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহ'র ধর্মীয় প্রধান উৎসব পবিত্র ঈদুল আযহা'র জামাত আজ ১৭ ই জুন রোজ সোমবার সকাল সাত ঘটিকা থেকে আট ঘটিকার মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ ও বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদ সহ উপজেলার প্রায় পাঁচশতটি ঈদগাহ ও মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রবল বর্ষন আর বজ্রপাত এর গর্জনকে উপেক্ষা করে উপজেলার পাঁচ শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে জামাত অনুষ্ঠিত হয়েছে।
জামাত শেযে পরম করুনাময় আল্লাহর সন্তুষ্টি লাভে দেশ ও বিশ্ববাসীর জন্য মহান পাক বাব্বুল আলামিন এর নিকট মোনাজাত করা হয়েছে।
এদিকে ১৬ ই জুন রোববার দিবাগত মধ্যরাত থেকে উপজেলায় ঝড় ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে ছিল বজ্র। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মুসলিম ধর্মালম্বীরা
মসজিদে ছুঁটে গিয়ে ঈদের জামাত আদায় করেন।তবে অব্যাহত বৃষ্টির কারণে কোরবানির কার্যক্রমে কিছুটা বিড়ম্বনা ঘটলেও শান্তিপূর্ণ পরিবেশে জামাতও কোরবানি সম্পন্ন হয়েছে।