(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় ২ লাগেজ ভর্তি ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মাহাবুব এবং শান্ত দাস। বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি লাগেজের ভেতর থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।