Sylhet 6:43 pm, Monday, 23 December 2024

তাহিরপুরে ফসলরক্ষা বাধঁ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও জলবায়ূ উপদেষ্টা সৈয়দা রিজওনা

সুনামগঞ্জ প্রতিনিধি
অন্তবতীকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,আমরা চাই না আগের ফ্যাসিস্ট সরকারের মতো ছাত্রদের উপর লিথাল উইপন ব্যবহার করতে। কেননা আজকের ছাত্ররা আগামীর নতুন বাংলাদেশ বির্নিমারেণর কারিগর। তাদের সাথে আলোচনার মাধ্যমে দেশের সকল সমস্যার পর্যায়ক্রমে সমাধান করতে হবে । তিনি বলেন দেশে বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। দেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সর্বস্তরের জনগনের অকুণ্ঠ সমর্থন থাকলে দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসলরক্ষা বাঁধ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন ।

তিনি আরো বলেন, ছাত্ররা রাস্তায় না নেমে দাবী নিয়ে আলোচনা করতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে। ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সাথে আলোচনা করতে পারে। এক কলেজের সাথে আরেক কলেজের যে সমস্যা হচ্ছে ছাত্ররা চাইলে তাদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারেন। আমরা অনুরোধ করব ছাত্ররা যাতে রাস্তায় না নেমে দাবী নিয়ে আলোচনা করেন।

এছাড়াও হাওর পরিদর্শনের সময় পরিবেশ বন ও জলবায়ু এবং পানি মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওনা হাসান বলেছেন, বাঁধ ভেঙ্গে যাতে হাওরের ফসল না ডুবে সেইজন্য আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। হাওর উন্নয়নে যে মাস্টার প্লান রয়েছে হাওর বাঁচাতে সেটির রিভিশন করা হবে বলে জানিয়েছেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জে জেলা প্রশাসক ড.ইলিয়াছ মিয়া,পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ##

About Author Information

Sylhet Journal

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

তাহিরপুরে ফসলরক্ষা বাধঁ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও জলবায়ূ উপদেষ্টা সৈয়দা রিজওনা

প্রকাশের সময় : 10:31:13 am, Tuesday, 26 November 2024

সুনামগঞ্জ প্রতিনিধি
অন্তবতীকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,আমরা চাই না আগের ফ্যাসিস্ট সরকারের মতো ছাত্রদের উপর লিথাল উইপন ব্যবহার করতে। কেননা আজকের ছাত্ররা আগামীর নতুন বাংলাদেশ বির্নিমারেণর কারিগর। তাদের সাথে আলোচনার মাধ্যমে দেশের সকল সমস্যার পর্যায়ক্রমে সমাধান করতে হবে । তিনি বলেন দেশে বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। দেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সর্বস্তরের জনগনের অকুণ্ঠ সমর্থন থাকলে দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসলরক্ষা বাঁধ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন ।

তিনি আরো বলেন, ছাত্ররা রাস্তায় না নেমে দাবী নিয়ে আলোচনা করতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে। ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সাথে আলোচনা করতে পারে। এক কলেজের সাথে আরেক কলেজের যে সমস্যা হচ্ছে ছাত্ররা চাইলে তাদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারেন। আমরা অনুরোধ করব ছাত্ররা যাতে রাস্তায় না নেমে দাবী নিয়ে আলোচনা করেন।

এছাড়াও হাওর পরিদর্শনের সময় পরিবেশ বন ও জলবায়ু এবং পানি মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওনা হাসান বলেছেন, বাঁধ ভেঙ্গে যাতে হাওরের ফসল না ডুবে সেইজন্য আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। হাওর উন্নয়নে যে মাস্টার প্লান রয়েছে হাওর বাঁচাতে সেটির রিভিশন করা হবে বলে জানিয়েছেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জে জেলা প্রশাসক ড.ইলিয়াছ মিয়া,পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ##