শফিকুল ইসলাম স্বাধীন
তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বন্যার্থদের পাশে দাড়িয়েছেন সুনামগঞ্জ (এক) আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার।
সুনামগঞ্জে কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আক্রান্ত হয়েছে নবগঠিত সুনামগঞ্জ ১ আসনের চারটি উপজেলা।
(৪ টি) উপজেলা”এর মধ্যে তাহিরপুর উপজেলা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে বলে জানা যায়।
একাধিক গ্রামীণ সড়ক ও জেলা শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কিছু হাটবাজার এবং বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করে।
বন্যা আক্রান্ত এলাকায় চরম দূর্যোগ মানবিকদিক বিবেচনায় স্পিড বুট জুগে বানবাসী মানুষের খোঁজখবর নেন।
জামতলা বাজার, কাউকান্দি বাজার, একতা বাজার,পুরানকালাশ চকবাজার,আনন্দবাজার,বালিয়াঘাট নতুন বাজার, শ্রীপুর বাজার,এছাড়াও উপজেলার ছোট ছোট বাজার ও উপজেলার বিভিন্ন গ্রামে বানবাসী মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
(২১জুন শুক্রবার) যাবৎ বন্যার্থ জনমানুষের পাশে দাড়িয়ে বলেন,যেহেতু আমরা হাওর পাড়ের সন্তান বন্যার সময় মানসিকভাবে ভেঙ্গে নাপড়ে দূর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত ও স্বচেষ্ট ভুমিকা রাখতেই হবে,তবে হয়তো ক্ষতির পরিমানটা কম হবে।
সফরসঙ্গী হিসেবে সর্বদাই পাশে ছিলেন,তাহিরপুর উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দিন,ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী,আওয়ামী লীগ সভাপতি হাজী সিদ্দিকুর রহমান সরকার,
৪নং বড়দল উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন,অসাধারণ সম্পাদক আবুল কালাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন দীপক,৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কাদের পাশা, ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের তিন তিনবারের ইউপি সদস্য জিয়াউর রহমান, আওয়ামী লীগ নেতা আসমত আলী,জনাব আলী,আব্দুল জলিল সরকার,৩নং বড়দল দক্ষিণ ইউপির সদস্য আবু মিয়া,স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ।