Sylhet 8:16 pm, Monday, 23 December 2024

তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু।

শফিকুল ইসলাম স্বাধীন
তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনার কবলে পড়ে এক বাংলাদেশি যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ভারতের মেঘালয় রাজ্য এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত বাংলাদেশি যুবক উপজেলার সীমান্ত এলাকা শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলকাছ উদ্দিনের ছেলে আবুল হোসেন(২৫)।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাশিদ এ প্রতিবেদককে বলেন, দিন-দুপুরে বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে ঢুকে লাকড়ি (জ্বালানি) আনতে গিয়ে পাথর পিছলে নিচে পড়ে যায় সে। খবর পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর মৃত্যু হয় তার।

স্থানীয় বাসিন্দারা অবশ্য বলছেন, প্রতিদিনই সীমান্তের চোরাই পথ দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে ঢুকে কয়লা, পাথর ও লাকড়ি নিয়ে আসে সীমান্তে বসবাসরত বাংলাদেশি শ্রমিকেরা। এসব কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পতিত হয়ে অনেক বাংলাদেশি মারা যাচ্ছে, কেউ কেউ মারাত্মক আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।

বিষয়টি জানতে সুনামগঞ্জ (বিজিবি-২৮) ব্যাটালিয়ন অধিনায়কের সরকারি মোবাইল নম্বর যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। পরে এ সংক্রান্ত একটি ক্ষুদে বার্তা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাতেও কোনো সাড়া দেননি তিনি।

About Author Information

Sylhet Journal

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু।

প্রকাশের সময় : 01:08:09 pm, Sunday, 15 September 2024

শফিকুল ইসলাম স্বাধীন
তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনার কবলে পড়ে এক বাংলাদেশি যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ভারতের মেঘালয় রাজ্য এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত বাংলাদেশি যুবক উপজেলার সীমান্ত এলাকা শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলকাছ উদ্দিনের ছেলে আবুল হোসেন(২৫)।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাশিদ এ প্রতিবেদককে বলেন, দিন-দুপুরে বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে ঢুকে লাকড়ি (জ্বালানি) আনতে গিয়ে পাথর পিছলে নিচে পড়ে যায় সে। খবর পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর মৃত্যু হয় তার।

স্থানীয় বাসিন্দারা অবশ্য বলছেন, প্রতিদিনই সীমান্তের চোরাই পথ দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে ঢুকে কয়লা, পাথর ও লাকড়ি নিয়ে আসে সীমান্তে বসবাসরত বাংলাদেশি শ্রমিকেরা। এসব কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পতিত হয়ে অনেক বাংলাদেশি মারা যাচ্ছে, কেউ কেউ মারাত্মক আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।

বিষয়টি জানতে সুনামগঞ্জ (বিজিবি-২৮) ব্যাটালিয়ন অধিনায়কের সরকারি মোবাইল নম্বর যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। পরে এ সংক্রান্ত একটি ক্ষুদে বার্তা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাতেও কোনো সাড়া দেননি তিনি।