সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার বদলপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী সিজিল মিয়া ও গ্রামের সিজিল মেম্বারের মধ্যে আধিপত্য বিস্তার ও মামরা মোকদ্দমাকে কেন্দ্র করে দু”পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আজ সোমবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বদলপুর গ্রামের সিজিল মেম্বার এবং যুক্তরাজ্যে প্রবাসী সিজিল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার ও মামলা মোকদ্দমা নিয়ে পুর্ব বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের লোকজন প্রায়ই ঝগড়া বিবাদে জড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা-মোকদ্দমা থাকায় দুটি পক্ষ একে অপরের কোন দোষগুন পেলে সংঘ€র্ষের মতো ঘটনার জন্ম দিত। গ্রাম্য বিরোধের জেরে বদলপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরাও বিভক্ত হয়ে পড়েছেন। ওই সমিতির নামে ইজারাকৃত পুরাতন সুরমা নামক জলমহালটি সংখ্যাগরিষ্ঠ প্রবাসী সিজিল মিয়ার পক্ষের লোকেরা অপরপক্ষের সদস্যদের বাদ দিয়ে ভোগদখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা দেয়। এরই জেরে সকালে দুই পক্ষের লোকজন দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের লোক ও সালিশ ব্যাক্তিসহ অন্ততঃ অর্ধশতাধিক আহত হয়েছেন।
আহতরা হলেন, বদলপুর গ্রামের সিজিল মেম্বার (৫৫), নজরুল ইসলাম (২২), রাসেল (৩৮), শাহজাহান (৪০), মফিজ আলী, মাসুমা বেগম (৬০), শফিক মিয়া (৫০), আসাদ মিয়া, ছায়াদ মিয়া, শাহআলম, পাখি মিয়া, শফিক মিয়া, কালাম মিয়া, মাঈন উদ্দিন, তাহির মিয়া, মুহিদুল মিয়া, সুজন, রিমন, শিহাব, রেজাউল, ছান উল্লা, নাহিদ, আব্দুর রহমান, আলী আমজাদ, মুছা মিয়া, আজাদ মিয়া, তোফায়েল, সেলিম, মনির, সাইফুজ্জামান, স্বপন মিয়া, শফিক, আলেকা বেগম, জিয়াউল করিম, সাঈম, রাজা মিয়া, সাবাজ মিয়া, কুলসুম বিবি, শাহাবুদ্দিন। ঘটনার পর পরই স্বজনরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে্র এনে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার পর অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মধ্যে গুরুতর আহত ৩৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৬.০৯.২০২৪