দিরাইয়ের বদলপুর গ্রামে শবেকদর'র রাতে সংঘর্ষের ঘটনায় সাবেক মেম্বার সিজিল মিয়ার ভাতিজাসহ দুজনকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। রবিবার রাতে বদলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন এসআই অরুপ দাস। গ্রেফতারকৃতরা হলো সিজিল মিয়ার ভাতিজা নাহিদ মিয়া, সাদ উল্লার পুত্র আরশ আলী। সংঘর্ষের ঘটনায় গ্রামের ফারুক মিয়ার দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে তাদেরকে মাননীয় আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনা সূত্রপাত গত ৬ এপ্রিল তারাবির নামাজের শুরুতে ফারুক মিয়ার পক্ষের আব্দুল কাইয়ুম মিয়ার ভাগ্না বুদ্ধিপ্রতিবন্ধী হামিদ মিয়ার সাথে সিজিল মিয়ার পক্ষের কয়েকজন কিশোর মসজিদের ভেতরে খুনসুটি করে। এনিয়ে উভয় পক্ষের বড়রা মসজিদের ভেতরেই তর্কে জড়ায়। এসময় সিজিল মিয়ার কিছু লোক মসজিদ থেকে বেড়িয়ে যান। নামজের শেষ পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে আবার মসজিদে এসে ডাকাডাকি করলে মসজিদের সামনেই দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।