সুনামগঞ্জের দিরাইয়ে অপারেশন ডেভিল হান্টে দিরাই উপজেলা যুবলীগ নেতা রায়হান মিয়া (৪০)কে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
রায়হান মিয়া দিরাই পৌর শহরের চন্ডিপুর আশরাফ উদ্দিনের ছেলে ও সুনামগঞ্জ জেলা পরিষদের বরখাস্তকৃত সদস্য। দিরাই থানা পুলিশ সুত্রে জানা, যায় মঙ্গলবার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে দিরাই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান বিশেষ ক্ষমতা আইনের মামলায় রায়হান মিয়াকে গ্রেফতার করে আজ বুধবার আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।